স্থগিতই থাকছে মামুনুল হকের জামিন

- আপডেট সময়- ০৬:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আবেদনের শুনানি তিন মাসের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সোমবার (১০জুলাই) এ আদেশ দেন। এ আদেশের ফলে মামুনুল হকের জামিন আরও তিন মাসের জন্য স্থগিতই থাকছে।
বিজ্ঞ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
গত ৯ই মে মামনুল হককে দুই মামলায় জামিন দেয় হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরদিনই হেফাজত নেতা মামুনুল হকের জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন প্রধান বিচারপতির বেঞ্চে নিষ্পত্তির জন্য পাঠান আপিল বিভাগের চেম্বার আদালত। এরই ধারবাহিকতায় আজ ১০ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ এপ্রিল মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ওরফে ঝর্ণা। এ মামলা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়। ওই একই বছরের ১৮ এপ্রিল তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ