সর্বশেষ:-
রূপগঞ্জের চনপাড়ায় ফের রনক্ষেত্র দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়ায় মাদককারবারসহ অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে ফের রনক্ষেত্র, দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ। এ ঘটনায় গুলিবিদ্ধ ৪ আহত অন্তত ১০/১৫ জন।
শুক্রবার (২১ জুলাই) রাত থেকে শনিবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মারাত্মক এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে, স্থানীয় আলমগীর হোসেন, হৃদয় খান, ইসমাইল ও ইলিয়াছ (১৭) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। জানা গেছে এই ঘটনায় আহতরা সকলেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার স্থায়ী বাসিন্দা।
ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ।
সূত্রমতে জানা গেছে এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া বাজারে ইউপি সদস্য শমসের বাহিনীর সঙ্গে প্রতিপক্ষ জয়নাল বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শমসের হঠাৎ করে এলোপাথাড়ি গুলি ছোড়তে থাকে।
এসময় ঘটনাস্থলে থাকা একই এলাকার আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে ও ইলিয়াসের পায়ে গুলি লাগে। পরে তাদেরকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়ার শীর্ষ মাদককারবারী, ইউপি সদস্য বজলুর মারা গেলে গত ১২ জুন এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই চনপাড়ার মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চিহ্নিত মাদক কারবারি জয়নাল ও শমসেরের গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
উপ-নির্বাচনে শমসের ইউপি সদস্য বিজয়ী হওয়ার পর থেকে শমসের গ্রুপ ও তার প্রতিপক্ষ জয়নাল গ্রুপ আরো বেপরোয়া হয়ে ওঠে।এরপর থেকেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মাদক কারবার সহ সকল আধিপত্য নিয়ন্ত্রণ হাতে নিতে উভয় গ্রুপে প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়।