সর্বশেষ:-
না’গঞ্জে নবনির্মিতব্য দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন,দেশে এক দল লোক বলছে মহান মুক্তিযুদ্ধে এতো পরিমাণে লোক মারা যায়নি। তারাই আজকে আবার গনতন্ত্রের ছবক দেয়। যারা দেশের স্বাধীনতার ঘোড় বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে আমাদের ছবক নিতে হবে।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন পাকিস্তানই নাকি ভালো ছিলো। যারা মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে বিরোধিতা করেছিল তারাই দেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে।
শনিবার (২২ জুলাই) নারায়ণগঞ্জে বন্দর সমরক্ষেত্র মাঠে নবনির্মিত স্মৃতি সৌধ উদ্বোধন উপলক্ষে জেলা প্রসাশন কর্তৃক আয়োজিত উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কবর একই রকম করে বানানো হবে। যাতে আগামী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের কবর দেখে চিহ্নিত করে স্মরণ করতে পারে। আগামী এক মাসের মধ্যে সারা দেশ ব্যাপী ‘বীরের কন্ঠে বীরত্ব গাথা’ অনুষ্ঠান শুরু হবে। যাতে তা রোজ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। বর্তমান আওয়ামী লীগ সরকার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থানের জন্য বীর নিবাস তৈরি করছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নবনির্মিত স্মৃতি সৌধটি সাভারের জাতীয় স্মৃতি সৌধের আদলে করা হয়েছে। যা কি না ৬০ ফিট গভীর করে নির্মাণ করা হয়েছে। এ স্মৃতি সৌধটি এক’শ বছর পর্যন্ত স্থায়ী থাকবে। মহান স্বাধীনতার গৌবরময় ইতিহাসকে কালিমাযুক্ত করতে দেশী-বিদেশী নানান ধরনের চক্রান্ত চলছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল কুচক্রীদের চক্রান্তকে নস্যাৎ করে আওয়ামী লীগ সরকারের নৌকা মাকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও দেশের রাষ্ট্র প্রধান হিসেবে ক্ষমতায় আনবো।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি( বীর প্রতীক)। এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শামসুল ইসলাম ভুইয়া, সিভিল সার্জন ডা. আবুল ফজল মুশিউর রহমান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খুদা প্রমুখ।