নোবেল বিজয়ী ড. ইউনূসের বিচারকার্যক্রম শুরু
- আপডেট সময়- ০৬:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বিজ্ঞ আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
এদের মধ্যে অন্য আরো তিনজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।
মঙ্গলবার (৬ জুন) ঢাকার শ্রম আদালতের বিজ্ঞ বিচারক বেগম শেখ মেরিনা ইসলামের আদালতে অভিযোগ গঠন করে এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন নোবেল জয়ী ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
বিজ্ঞ আদালতে আজ ড. ইউনূসের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এর আগে সকালে আদালতে হাজির হন ড. ইউনূস।
আদেশের শেষে ড. ইউনূস গণমাধ্যমকে বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
এরপর তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবো।
এর আগে ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন করলে,আদালত খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ