রাজশাহী-সিলেটের নির্বাচনে সকল ভোটকেন্দ্র নজরদারিতে ইসি
- আপডেট সময়- ০৪:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ জুন) ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে দুই সিটি নির্বাচনের ভোট মনিটরিং করা হচ্ছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, এক হাজার ৪৬৩টি সিসি ক্যামেরা দিয়ে রাজশাহী সিটিতে এবং ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরা দিয়ে সিলেট সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানিয়েছেন, সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটের মাঠে নিজস্ব পর্যবেক্ষক টিমও দায়িত্বে রয়েছে।
দুই সিটিতে নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতেই ইসির সিটিটিভি মনিটরিং তৎপরতা।
প্রসঙ্গত, সবশেষ বরিশাল ও খুলনা সিটির ভোটে সিসি ক্যামেরা লাগানো হয়।
অপরদিকে দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে মাঠে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্র পাহারায় মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স। মাঠে নির্বাচনী আচরণ প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ