যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
- আপডেট সময়- ১০:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীর হামলাসহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।
পুলিশের বরাতে স্থানীয় সময় রবিবার রাতে এ গুলিবর্ষনের ঘটনা ঘটে বলে জানায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত আনুমানিক আটটার দিকে জরুরি একট ফোন আসে পুলিশের কাছে। আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে আনাপোলিস পুলিশ।
আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন জানিয়েছে,মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।এদের মধ্যে নিহত ৩ জনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
অ্যানাপোলিসের মেয়র গ্যাভিন বাকলে জানিয়েছেন, এটা যেকোনো জায়গায় ঘটতে পারে। বন্দুক দিয়ে বা গুলি করে কোনো কিছুর সমাধান হয় না।
প্রতিবেশীরা বলেছেন যে, তারা গুলির শব্দ শুনেছেন এবং বাড়িটির সামনে কয়েক ডজন লোককে দেখেছেন। তাৎক্ষণিকভাবে এছাড়া আর কোনো তথ্য পায়নি পুলিশ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ