চাঞ্চল্যকর মিতু হত্যাকান্ড: চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার

- আপডেট সময়- ০৪:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার্জশিটভুক্ত আসামি কালুকে আটক করেছে(পিবিআই) পুলিশ।
শুক্রবার (২ জুন) দিবাগত রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে কালুকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারে পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড আবাসিক এলাকার গেটের কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হয় মাহমুদা আক্তার মিতু। এ ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার(এসপি) বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১২ মে আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। একইদিন মিতুর বাবা বাদি হয়ে বাবুল আক্তারসহ আগের মামলার সাতজনকে আসামি করে নতুন আরও একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ