ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগের বছরগুলোর মতো এ বছরও শিফট পদ্ধতিতে,আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে পরীক্ষা কমিটি।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান জানান,গতবারের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভিতরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’

এছাড়াও ‘ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকার কারণে আমরা পরে আলোচনা করবো।’

প্রসঙ্গেত,এর আগে চলতি মাসের ৯ তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে ২০২৩ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক যোগ্যতা,নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

আপডেট সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগের বছরগুলোর মতো এ বছরও শিফট পদ্ধতিতে,আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে পরীক্ষা কমিটি।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান জানান,গতবারের মতো এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১৮ থেকে ২২ জুনের মধ্যে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভিতরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’

এছাড়াও ‘ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকার কারণে আমরা পরে আলোচনা করবো।’

প্রসঙ্গেত,এর আগে চলতি মাসের ৯ তারিখ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে ২০২৩ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক যোগ্যতা,নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।