ফের প্রচন্ড্র দাবদাহে পুড়ছে দেশ
- আপডেট সময়- ০৭:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
দেশের তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচন্ড দাবদাহ। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে।
বুধবার(৩১ মে) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন,সৈয়দপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কেনো বৃষ্টিপাত হয়নি।
গত ১৭ এপ্রিল রেকর্ড করা তাপমাত্রা আগের নয় বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বদীতে,৪৩ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে ২০১৪ সালের মে মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দাবদাহ অব্যাহত থাকলেও কোথাও কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া চট্টগ্রাম, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের অপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সামনে দু’দিনে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বিদ্যমান দাবদাহ অব্যাহত থাকতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হতে পারে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ