সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
উখিয়ায় ৬৪ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি.।।
কক্সবাজারের উখিয়ায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে শীতার্ত, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অধীন খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মাসুদ রানা সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জনগণের কল্যাণে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। স্থানীয় জনগণও বিভিন্ন প্রয়োজনে বিজিবিকে সহযোগিতা করছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে থেকে ‘আস্থার প্রতীক’ হিসেবে দায়িত্ব পালন করাই তাদের অঙ্গীকার।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দেশের সর্বদক্ষিণে বাংলাদেশ–মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































