নারায়ণগঞ্জে বোয়েসেল’র চাকরি মেলা অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৬:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সদর উপজেলার আয়োজন বোয়েসেলের বিদেশে প্রেরণের চাকুরী মেলা অনুষ্ঠিত হয়ে গেলো।
এ জব মেলা থেকে দক্ষ মহিলা গার্মেন্ট শ্রমিকদের সরকারিভাবে জর্ডানে যেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ উদ্যোগে অনুষ্ঠিত জব ফেয়ারের মাধ্যমে দক্ষ নারী শ্রমিক যাচাই-বাছাই করা হয়েছে।
শনিবার (৩১ মে) ফতুল্লাস্থ জালকুড়ি এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ নারী শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাতিত্বে জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শওকত আলী।
এ জব ফেয়ারে ১৫জন নারী শ্রমিক পরীক্ষায় অংশগ্রহণ করে পরিক্ষা দিলেও তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৭ জনকে বাছাই করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
তিনি বলেন, যে ৭ জন নারী শ্রমিককে জর্ডানের প্রতিনিধি দল বাছাই করেছে তাদেরকে দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তীতে দক্ষতার ভিত্তিতে চূড়ান্তভাবে কতজন নারী শ্রমিক সুযোগ পাবে সেটা পর্যাক্রমে জানিয়ে দেয়া হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ