পানাম নগরীর স্থাপত্য শৈলী ও নান্দনিক কারুকার্য দেখে মুগ্ধ কোরিয়ান প্রতিনিধি দল

- আপডেট সময়- ০৫:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশের বিভিন্ন স্থান তথা নারায়ণগঞ্জের ইতিহাস প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক রূপ সুন্দর্য্য কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে চমকপ্রদ ও মুগ্ধ হয়ে একে সভ্যতার অসাধারণ নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন।
বুধবার (৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শনে আসলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে প্রতিনিধি দলকে সোনারগাঁওয়ে ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি পানাম নগরীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা এবং স্থাপত্য শৈলী ঘুরে দেখান। সেই সাথে পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব এবং বিভিন্ন স্থাপত্য নিদর্শন সহ এর ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য কোরিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক(ডিসি)।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ