ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার দাফন সম্পন্ন
- আপডেট সময়- ০৬:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তোতা মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বাদ জোহর নিজ বাড়ি সংলগ্ন স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম,
বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা,
আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জাফর হোসেন, মরহুমের ভাগিনা ব্রিগেডিয়ার জামিল আহমেদ মিটু, অ্যাডভোকেট মিঠুন, মো. লাবলু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।
উল্লেখ্য যে, আজ বৃহস্পতিবার (৯জানুয়ারী) ভোর আনুমানিক সারে ৪টায় তিঁনি তাঁর নিজ বাড়ীতে শেষ নিঃশেষ ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন।) মৃত্যুকালে তিঁনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় মাঝারদিয়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































