নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বহুজাতিক সিমেন্ট কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ৮ জন শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাটিতে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ।
আহতরা হলেন: বরিশালের মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।অপর আরেকজনের নাম জানা যায়নি।
ওসি বলেন, সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।
এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত অন্তত ৮জন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।তবে, তারা আউট অব ডেঞ্জার”, যোগ করেন গোলাম মুক্তার।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাত দশটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আকিজ সিমেন্ট ফ্যাক্টরির ৮জন অগ্নি দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা মুঠোফোনে বলেন, ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে, তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।





































































































