জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের ১৫ টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এবং ৫টি পদে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া বাকি একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান।
জকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ৪ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নূর নবী ৫ হাজার ৪০০ ভোট (শিবির), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল ৫ হাজার ৫২৪ ভোট (শিবির), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন ৪ হাজার ৪৮৬ ভোট (শিবির), স্বাস্থ ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট (শিবির), আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম ৪হাজার ৬৫৪ ভোট (শিবির), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া ৪ হাজার ৫০১ ভোট (শিবির), সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ ৫ হাজার ৩৮৫ ভোট ( ছাত্রদল), ক্রিয়া সম্পাদক পদে মোহাম্মদ জার্জিস আনোয়ার নাঈম ৩ হাজার ৯৬৩ ভোট (শিবির), পরিবহন সম্পাদক মোহাম্মদ মায়েদ হোসেন ৪ হাজার ২৩ ভোট (ছাত্রদল), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট (শিবির), পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৫৮ ভোট (ছাত্রদল) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে ফাতেমা আক্তার অরিন ৩ হাজার ৮৫১ (শিবির), মোহাম্মদ আকিব হাসান ৩ হাজার ৫৮৮ (শিবির) শান্তা আক্তার ৩৫৫৪ (শিবির), মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান ৩ হাজার ১২৪ (স্বতন্ত্র), আবদুল্লাহ আল ফারুক ২ হাজার ৯১৭ (শিবির) নির্বাচিত হয়েছেন।





































































































