নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত, গুরুতর আহত-৪
- আপডেট সময়- ০৪:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ছবি; সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪ জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মো. ফারুক। তারা (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দু’জন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখনো অপর এক দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১ জন ঘটনাস্থলে মারা যায়। আরও কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং অপর পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।
ঘটনাস্থলের সামনে থাকা এক দোকান মালিক জানান, যে ছেলেটা মারা গেছে সে খুব দ্রুত গতিতে বাইক নিয়ে আসছিল। তার পেছনে আরেক বন্ধুও একইভাবে জোরে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে আশা বিপরীতে গামী একটি শিশুকসহ নিয়ে এক দম্পতি ফিরছিল।এসময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানান, আমরা নিহতের বাড়ির সামনে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। দুর্ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়িসহ দম্পতির পরিচয় সনাক্ত বা খোঁজ পাইনি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































