জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই প্রথম কোনো আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।জামিন পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী। ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা জানান, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত এবং এই একই রোগে তার দুই ভাই ইতিমধ্যে মারা গেছেন।
ট্রাইব্যুনাল বেশ কিছু কড়া শর্তে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেছেন:
১. আসামিকে নির্দিষ্ট বাসার ঠিকানা প্রদান করতে হবে।
২. তিনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না।
৩. তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন করা যাবে না।
৪. কোনোভাবেই সাক্ষ্য-প্রমাণ বা সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
ট্রাইব্যুনাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এই শর্তগুলোর সামান্যতম বিচ্যুতি ঘটলে জামিন বাতিল হবে এবং তদন্ত কর্মকর্তা তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারবেন।
২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের বিচারে কার্যক্রম শুরু করে। এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। জুলাই মাসে লক্ষ্মীপুরে সংঘটিত অপরাধের মামলায় মোট চারজন গ্রেপ্তার থাকলেও হুমায়ুন কবিরই প্রথম ব্যক্তি যিনি জামিন পেলেন।





































































































