নারায়ণগঞ্জে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- আপডেট সময়- ০৬:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
“গ্রিন অ্যান্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক(ডিসি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতাল গুলোতে সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সকল সরকারি হাসপাতাল গুলোতে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা জেলার সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের ভরসা। এই স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, হাসপাতালের নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ নয়, সবাই মিলে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি আরও জানান, শুধু হাসপাতাল নয়, জেলার সব সরকারি অফিসেও ধাপে ধাপে ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। মানুষের আস্থা পুনরুদ্ধারে এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে তিনি তুলে ধরেন।
জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগন
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































