মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

- আপডেট সময়- ০৫:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক।।
দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি), পরিদর্শক (তদন্ত) এবং একজন ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম এবং ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদ। তাদের ডিএমপি সদর দপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির পক্ষ থেকে প্রতিটি থানাকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, কারণ সম্প্রতি বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এই সতর্কতার মধ্যেই শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম আকস্মিকভাবে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় তিনি দেখতে পান যে, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছিলেন। এই দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে তিনি ওই ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।
ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলার ঘটনা পুলিশ সদর দপ্তরের নজরে আসে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ