শ্রীমঙ্গলে নারকোটিসের অভিযানে ৮৬ বোতল বিদেশি মদ জব্দ

- আপডেট সময়- ০৬:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একটি বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্র পলাতক রয়েছেন।
অভিযানটি পরিচালিত হয় সোমবার ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পালের নিজ বসতঘরে। অভিযান পরিচালনা করেন ডিএনসি মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
উদ্ধার হওয়া মদের মধ্যে তিনটি সিনথেটিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে,রয়্যাল স্ট্যাগ হুইস্কি: ২৮ বোতল,রয়্যাল গ্রিন হুইস্কি: ২৪ বোতল,ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি: ২২ বোতল, সিগনেচার হুইস্কি: ১০ বোতল, ব্রো কোড বিয়াঙ্কো: ২ বোতল।
পলাতক আসামিরা হলেন-অমল পাল (৫৮),শংকর পাল (২৯), দু’জনই শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার বাসিন্দা। অভিযানকালে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান।
ডিএনসি সূত্রের বরাতে জানা যায়, পিতা ও পুত্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার পর শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন।
ডিএনসি কর্মকর্তা জানান, এলাকায় এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ