সাবেক সিইসি কেএম নুরুল হুদা ডিবি হেফাজতে

- আপডেট সময়- ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরার বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ রোববার(২২জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ-রোডের ২৯ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে আনা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুর হুদাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও বিএনপি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী ১১টার দিকে তাকে গোয়েন্দা পুলিশ(ডিবি) হেফাজতে নেয়া হয়।
প্রসঙ্গত,এর আগে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ