ফতুল্লায় পশুর হাটের দরপত্র ক্রয়’কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ,আটক-১২

- আপডেট সময়- ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্থায়ী পশুর হাটের দরপত্র ক্রয়’কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন ও স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ অন্তত পাঁচজন আহতের ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত ১২ জনকে আটক করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,বুধবার সকাল ১০টা থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১১টার দিকে কয়লাঘাট হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় ফতুল্লা থানা বিএনপি নেতা লাভলুর উপর হামলা চালায় গোগনগর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মেম্বারের অনুসারীরা।এসময় তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মেরে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এরপর দুপুর ১২টার দিকে একই হাটের দরপত্র ক্রয় করে বের হওয়ার সময় জাকির নামের আরেক ব্যবসায়ীর উপরও হামলা চালায় ওই একই গ্রুপ।এসময় তারা উপজেলা কার্যালয়ে অবস্থান করতে দেখা যায়।
এরপর ফের বিকেল ৪টার দিকে, বৃষ্টির মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে ঘটনাস্থলে আরও কয়েকজন আহত হন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এবং পরিস্থিতি শান্ত করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, কয়লাঘাট হাট নিয়ে একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করেছিল। তখন আমারা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এবং ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত ১২ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ