নাসিক নগর ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার-৪

- আপডেট সময়- ০৫:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন,নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।
ওসি জানান, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে একজনকে ও আজ আরও তিনজন সহ মোট ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ১২ মে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটো রিকশা অবাধে শহরে প্রবেশের দাবিতে আন্দোলনের নামে একদল অটোরিকশা চালক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলা চালায়।
এতে সিটি কর্পোরেশনের দায়িত্বরত কয়েকজন কর্মকর্তা এবং নগরীর যানজট নিরসনে যুক্ত স্বেচ্ছাসেবকসহ অন্তত ২১ জন আহত হন।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের একেক করে ফুটেজ দেখে চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ