সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় স্ত্রীসহ দুই শিশু সন্তানকে হত্যা চেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া শহরের হরিশংকরপুরে পরকীয়া সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মেঘলা খাতুন (৩০), দুই শিশু সন্তান কুলসুম (৪) ও জান্নাতকে (২) ধারাল বটি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার পর মামুন নামে এক যুবক নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।
মঙ্গলবার(১৩ মে) রাত ৯টার দিকে হরিশংকরপুর এলাকার নিজ বাড়িতে এমন ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুন নিহত হয়েছেন। মামুন পেশায় রং মিস্ত্রি এবং সে হরিশংকরপুর এলাকার নবিউলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মামুনের স্ত্রী মেঘলা খাতুন পরকীয়া লিপ্ত ছিল। বেশ কিছুদিন আগে ঢাকায় এক ছেলের সাথে চলে যায়। পরে মেঘলা হরিশংকরপুরে স্বামী মামুনের বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার রাতে এ নিয়ে স্বামীর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী মামুন প্রথমে তার স্ত্রী মেঘলাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই মেয়ে কুলসুম ও জান্নাতকেও আছাড় মেরে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করে। এরপর মামুন নিজের গলায় বটি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ৪ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, ৪ জনকেই আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেঘলা নামের এক নারীর মৃত্যু হয়েছে। বাকি ৩জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, পরকীয়ার জেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে মামুন নামে এক যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলার মৃত্যু হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানাযাবে।

নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































