সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় দলিল লেখক ঘুষ দাবি করায় ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ও দলিল লেখকদের ঘুষ বাণিজ্যে দিশেহারা উপজেলাবাসী গত ৭ এপ্রিল সাব-রেজিস্ট্রার অফিসের দুদকের অভিযানে ৪০ হাজার টাকা উদ্ধার করেন দুদক। এক সপ্তাহ না পেরেতেই আবার ঘুষ বাণিজ্যে মরিয়া মরিয়া হয়ে উঠেছেন, দলিল লেখক বাল্হ বল্লভ সরকার, তিনি এক সেবা গ্রহীতার কাছে পর্চার নকল তোলা বাবদ ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন।এভাবে হাজারো সেবা গ্রহীতারা এসে নিরবে সবকিছু ক্ষয়ে যাচ্ছে এ সকল দপ্তরে এসে। প্রতিকার করলেই বছরের পর বছর ঘুরতে হবে ওই বারান্দায়। এক সেবা গ্রহীতা মো. আনোয়ার হোসেন জানান, সাব-রেজিস্ট্রির কার্যালয়, ভূমি অফিস কার্যালয় এবং দলিল লেখকদের মাঝে চরম ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও প্রশাসনের নীরবতা দেখা গিয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রশাসনের একটু টনক নরাতে ভুক্তভোগী ও সেবা গ্রহীতারা সাধুবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) খোকসা উপজেলার দলিল লেখক একজন সেবা গ্রহীতার নিকট ঘুষ দাবি করায় মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বাহু বল্লভ সরকার জমি বিক্রেতা বিকাশ বাছাড়ের নিকট থেকে পর্চার নকল তোলার জন্য এসিল্যান্ডকে ঘুষ দিতে হবে বলে অতিরিক্ত ৪ হাজার টাকা দাবি করেন। বিষয়টি এসিল্যান্ড রেশমা খাতুন কে জানালে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে দলিল লেখক বাহু বল্লভ সরকার কে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।উল্লেখ্য যে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার কুষ্টিয়া দুদকের পক্ষ থেকে একটি অভিযান পরিচালিত হয়, খোকসা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী দালাল চক্রের অন্যতম একজন সদস্য মো. হারুন অর রশিদের পকেট থেকে ঘুষের চল্লিশ হাজার টাকা উদ্ধার করেন দুদক।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ