সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, গণমাধ্যম, জাতীয়, দেশজুড়ে, নারী ও শিশু, প্রেসক্রিপশন, মৌলভীবাজার, সিলেট, স্বাস্থ্য কথা
মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ শুরু হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪৮ হাজার ৪’শ ৬৫ শিশুকে। শনিবার (১৫ই মার্চ) সকালে পৌরভবন চত্বরে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ইং এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, জেলা সির্ভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান সহ পৌরসভার কর্মকর্তাগণ ও টিকা কার্যক্রমের সাথে জড়িত সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলায় ২ লাখ ৪৮ হাজার ৪ শত ৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ২৭ হাজার ৫ শত ৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ২০ হাজার ৮ শত ৭৫ জন। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১,৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দায়িত্বে থাকবেন ১ হাজার ৭শ ৯৩ জন কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ