সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজারে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ১৮ই মার্চ রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পরিহিত ৮/১০ জন যুবক হঠাৎ কোনকিছু বুঝে উঠার আগেই শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।
তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ