না’গঞ্জে জমি দখলকে কেন্দ্র করে পত্রিকা অফিসে হামলাসহ ভাঙচুরের অভিযোগ

- আপডেট সময়- ০৫:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারিতে জমি দখলের চেষ্টাসহ পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ওই জমিতে প্রবেশ করে রিন্টু নামে এক ব্যাক্তি দলবল নিয়ে নিরাপত্তাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।এসময় একটি গোডাউন, বেশ কিছু সিসি ক্যামেরাসহ উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিটি রিন্টু নামক এক ব্যাক্তি দলবদ্ধ হয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী মোতালেব বাধা দেয়। এসময় দখলকারীরা তাকে মারধর করে এবং প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা উজ্জীবিত বাংলাদেশ পত্রিকা অফিসের সিসি ক্যামেরা ও সাইনবোর্ড ভাঙচুর করে, এবং গোডাউনের তালা ভেঙে ভাড়াটিয়ার মালামাল লুট করে।
জমির মালিক তাইজুল ইসলাম রাজীব বলেন, এই জমিটি তার পৈতৃকভাবে প্রায় তিন দশক আগে ক্রয় করেছেন এবং তারা ওই জমি বহু পূর্ব থেকেই ভোগদখল করে আসছে। হঠাৎ জানতে পারি কোনো এক উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে রিন্টু বাহিনী আমাদের জমি দখল করতে আসে। তারা আমাদেরকে জমিতে সাইনবোর্ড লাগানোর উদ্দেশ্যে প্রবেশ করে, কিন্তু আমার নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে মারধর করে এবং অফিসের মালামাল ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।
জমির মালিক রাজিব আরো জানায়, গতকাল এক ব্যবসায়ী নেতা তাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সকালে এই হামলা চালানো হয়।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম জানান, জমি নিয়ে কোনো বিরোধ থাকলে আইনগতভাবে পদক্ষেপ নিতে আদালত রয়েছে, কিন্তু এভাবে দলবল নিয়ে জোড় খাটিয়ে অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে অফিস ভাঙচুর বা লুটপাট করা অন্যায়। এখানে একটি পত্রিকা অফিস রয়েছে,এ অফিসের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং নিরাপত্তাকর্মীকে মারধর করে জখম করা হয়েছে।এটা ঠিক না।
এ ঘটনায় বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।আলোচনা স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ