না’গঞ্জে কারাবন্দীদের সুস্থ বিনোদনে ব্যতিক্রমী আয়োজন

- আপডেট সময়- ০৬:১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার কারাবন্দীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন নিয়ে জেলার সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কারাগার এখন শুধুমাত্র বন্দিশালা নয়, এটি একটি সংশোধনাগার। কারাবন্দিদের সুস্থ বিনোদন ও পুনর্বাসনের জন্যই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা কারাগারে আয়োজিত কারাবন্দীদের নিয়ে নারায়ণগঞ্জ জেল প্রিমিয়ার লীগ খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) এসব কথা বলছিলেন।
এসময় কারাগারের ভিতরে বর্ণাঢ্য আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কারাবন্দীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এই ব্যতিক্রমী টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে ডিসি বলেন, অনেকেই হয়তো রাগের বসে কিংবা আবেগ প্রবণ হয়ে বা না বুঝে অপরাধে জড়িয়েছেন। তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে তাদের পরিবার ও সন্তানদের ওপর। কারা বন্দিদের অনুপ্রাণিত করে তিনি বলেন, এই পৃথিবীতে যারাই বড় হয়েছেন, তারা পরিশ্রম করেই বড় হয়েছেন। তাই সকলকেই ভালো ও সুপথে ফিরে আসতে হবে, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রানিত করেন। আমরা আপনাদেরকে সুন্দর পরিচ্ছন্ন জীবনে দেখতে চাই।
তিনি বিশেষ করে মাদকসহ নানান অপরাধ থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, কারাগারের বন্দীরা যাতে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারে, সেজন্য কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)মো. আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মামুনুর রশিদসহ অন্যান্য কারা কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত উল্লেখ্য, টি-১০ পদ্ধতির ব্যতিক্রমী এই টুর্নামেন্টে ভাইকিংস, সাইক্লোন, অলস্টার, থান্ডার বোল্টস ও ভিক্টোরিয়ান্স নামে মোট পাঁচটি দল(কারাবন্দী) অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
আয়োজন দেখতে জেলা কারাগারের ১২’শ ৪৪ জন বন্দি উপস্থিত ছিলেন। এর মধ্যে ১১’শ ৯৭ জন পুরুষসহ ৪৭ জন নারী বন্দি উপস্থিত ছিলেন। এদের মধ্যে মধ্যে সাজাপ্রাপ্ত ২৫২ জন এবং বিচারাধীন বন্দী ৯৯২ জন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্র জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ