সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারী হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪০) নামের বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোবার বেলা ১১টার দিকে দৌলতখালী গ্রামে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জানা যায়, গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি দৌলতখালী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হকসহ কয়েক শ এলাকাবাসী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে ভুক্তভোগীর ভাতিজা আরিফ হোসেন বলেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি অন্যদের মত চলাফেরা ও সংসারের সব কাজ করতেন। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাতিজা আরিফ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন জাহানারা। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারতেন। তিনি মানুষের বাসা-বাড়িতী গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।তারা বলেন, আমরা সকালে খবর পাই বিবস্ত্র অবস্থায় তার মরদেহ গাছে ঝুলছে। গিয়ে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ













































































































































































