সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, চরভদ্রাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নগরকান্দা, নারী ও শিশু, ফরিদপুর, বাংলাদেশ, ভাঙ্গা
ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত- ৫, গুরুতর আহত-৩
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০১:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আহম্মেদ আল ইভান
ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে মৃত্যু হয় ৫ জনের। ঘটনাস্থলে তিন মারা যায় বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। মৃতঃ ব্যক্তিদের নাম জানা যায় ১। ফাহমিদা শারমিন মুন (৪০) মামুন চৌধুরী, সাং ভূইয়া পাড়া থানা নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ।
২। সাজিয়া সাজু (৪৫), স্বামীঃ আসিফ জহির।
৩। মামুন চৌধুরী লিটন (৫০) পিতাঃ মফিজুল ইসলাম ৪। আতিকা রহমান ভূইয়া (৩৬), স্বামীঃ সাঈদ ভূঁইয়া, সাং ভূইয়া পাড়া।
৫। উম্মে তাসছুমা রিন্তু, (৩০) স্বামীঃ আলমগীর হোসেন, সাং- দড়ি সোনা কান্দা, থানাঃ বন্দর নারায়ণগঞ্জ।
এ ঘটনায় আরো অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিং এ মর্মান্তিক আজ মঙ্গলবার ৭ই জানুয়ারি ২০২৫ এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেল ক্রসিং এ ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোন হর্ন দেয়নি। দুপুর বারোটার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রো বাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়।
স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা চালায়। মাইক্রোবাসটি ট্রেন ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে।
পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিং এ কোন গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানার (ওসি তদন্ত) জাফর ইকবাল বিভিন্ন মিডিয়া কর্মীদের কে বলেন
ঘটনাস্থলে তিনজন মারা যায়, হাসপাতাল নেওয়ার পরে আরো ২ জন মারা যায়, বাকি ৩ জনকে গুরুতর আহত উন্নত চিকিৎসার জন্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরো জানান, রেল ক্রসিংয়ের এর দুই পাশে গেট ম্যান না থাকায়, দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ঘটনা স্পটে কোতোয়ালি থানার পক্ষ থেকে আমি তদন্ত অফিসার ঘটনা স্পটে যাই, দুর্ঘটনা রোধকল্পে, অতিসত্বর গেটম্যান প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন,
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































