নারায়ণগঞ্জ সিবিআই’র ছায়া তদন্তে অপহৃত শিশু রংপুরে উদ্ধার
- আপডেট সময়- ০৬:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক শিশুকে রংপুর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।
রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে নারায়ণগঞ্জ থেকে অপহৃত ওই শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ পিবিআই।এসময় চারজনকে গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তাররা হলেন, মো. সোহেল রানা (২৪), জুয়েল (২৭), জোহরা (৪৪), রাজা (৪৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর (রোববার) শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পথে পঞ্চবটি মোড় এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। এ ঘটনার পর বিজ্ঞ আদালতে একটি অপহরণ মামলা করেন শিশুটির বাবা। এর পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশনা প্রদান করেন।এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও ছায়া তদন্তের মাধ্যমে অপহৃত শিশুটিকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ