সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুলাউড়া, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মৌলভীবাজার, সিলেট
তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই বিতর্কিত এডিশনাল এসপি কুলাউড়া সার্কেলে কর্মরত থাকাকালে ঘুষ দূর্নীতি, সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের অনেক তথ্য পাওয়া গেছে।
বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দস্তগীর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সেই সময় কুলাউড়ার যুগান্তর প্রতিনিধিকে নিজ দপ্তরে ডেকে মিথ্যা মামলায় জড়িত করার হুমকি দেন এই কর্মকর্তা।
কুলাউড়ায় কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট এর অপকর্মের সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় আমাদের নতুন সময় এর ষ্টাফ রিপোর্টারকে নিউজটি চাপা দেয়ার জন্য রাত ২টায় বাসায় পুলিশ পাঠিয়ে অপচেষ্ঠা করেন সাদেক কাওসার দস্তগীর। পরে ব্যর্থ হয়ে নিউজটি মিথ্যা বলে পুলিশ হেড কোয়াটারে প্রতিবেদন পাঠান। কিন্তু পুলিশ হেড কোয়াটারের বিশেষ পুলিশ সুপার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেলে উক্ত ট্রাফিক সার্জেন্টকে লাইনে ক্লোজ, র্যাংক ডাউন করেন। এছাড়া সিলেট শহরের এক প্রবাসীকে হয়রানি ও নির্যাতন করে তার বাড়ি জোড় পূর্বক দখলের অভিযোগ রয়েছে সাদেক কাওসার দস্তগীরের বিরুদ্ধে।
এই দূর্নীতিবাজ কর্মকর্তা আওয়ামীলীগ সরকারের আমলে নিজেকে আওয়ামীলীগের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয়ে সীমাহীন ঘুষ দূর্নীতি করে বিপুল সম্পদ ও কোটি কোটি টাকা বানিয়েছে বলে পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা স্বীকার করেছেন। সঠিক তদন্ত হলে তার বিরুদ্ধে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে ভোক্তভোগী লোকজন দাবি করেন। এযেন এক দস্তগীর অনিয়ম দুর্নীতির ঝুঁড়ি।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ