সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে পরিবারের আপত্তিতে কবর থেকে উত্তোলন হয়নি সোলাইমানের লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ) প্রতিনিধি।।
পরিবারের আপত্তির কারণে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাফেজ সোলাইমানের লাশ
সোমবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানিনগর কবরস্থানে এ ঘটনা ঘটে।
এর আগে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সোলাইমানের লাশ উত্তোলনের জন্য মাদানিনগর কবরস্থানে আসেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হাসিনা বেগমসহ কর্মকর্তারা। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো: তামশিদ ইরাম খান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে গুলিতে নিহত হন হাফেজ সোলাইমান। পরে ওই ঘটনায় গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের জামাতা শামীম কবির একটি হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তভার দেয়া হয় সিআইডিকে। এর প্রেক্ষিতে সোমবার দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসার কাছে কবরস্থান থেকে আদালতের নির্দেশে সোলাইমানের লাশ উত্তোলনের জন্য এলে সোলাইমানের পরিবারের লোকজন লাশ উত্তোলনে আপত্তি জানায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামলার বাদি শামীম কবিরসহ পরিবারের লোকদের দু’দিন সময় দিয়ে আদালতের মাধ্যমে ব্যাবস্থা নেয়ার কথা বলেন। পরে তারা লাশ উত্তোলন না করে ফিরে যান।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মামলার বাদি শামীম কবীর জানান, ‘সিআইডি থেকে আমাদের সাথে আগে যোগাযোগ করা হয়েছিল লাশ উত্তোলনের জন্য। আমরা লাশ উত্তোলনের বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। পরে নিহত সোলাইমানের মা-বাবাকে বিষয়টি জানানো হয়।
তারাও লাশ উত্তোলনের বিষয়ে আপত্তি জানায়। কিন্তু আজ তারা আদালতের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করে লাশ উত্তোলনের জন্য আসবে তা আমাদের জানা ছিল না। আমরা খবর পেয়ে এসে এ বিষয়ে আপত্তি জানাই। তখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে আদালতের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেয়ার কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে শামীম কবির বলেন, ‘লাশ উত্তোলন ছাড়া যদি কোনো প্রক্রিয়া থাকে তবে আমরা মামলা চালিয়ে যাবো। আর যদি লাশ উত্তোলনই করতে হয় তাহলে আমরা মামলাটি আর চালাব না, প্রয়োজনে মামলা প্রত্যাহার করে নিবো।
এ বিষয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার মো: তামশিদ ইরাম খান বলেন, ‘নিহতের পরিবারের কাছ থেকে সময় চাওয়া হয়েছে। তাই আমরা সময় দিয়েছি। উনারা আদালতে যাবেন। আদালতের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘নিহত সোলাইমানের পরিবার লাশ উত্তোলনে আপত্তি জানায়। তারা সময় চেয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের জন্য তাদেরকে সময় দেয়া হয়েছে।’
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ