সর্বশেষ:-
ভৈরবে তুচ্ছ ঘটনায় নিজ ছেলের হাতে বাবা আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
নয়ন মিয়া, ভৈরব,(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়ন মানিকদী নয়াহাটি গ্রামে গত ২১ই ডিসেম্বর শহীদ মিয়া (৫৪) নামে একজনকে বটি দিয়া তার ছেলে আব্দুল্লাহ (২৩) মেরে ফেলার উদ্দেশ্যে পেটে কোপ মারিয়া জখম করিয়া ফেলে।তাৎক্ষণিক শহীদ মিয়া মাটিতে পরে ঘরাঘরি করতে থাকে, আশেপাশের এলাকার লোকজন শহীদ মিয়ার চিৎকার শুনে আগাইয়া আসিয়া উদ্ধার করে নিয়ে যায়, তারপর কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।আহত শহীদ মিয়া বলেন, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে তার ছেলে আব্দুল্লাহ বটি দিয়া আহত করে তারপর এলাকাবাসীর আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়, হাসপাতালে কয়েকদিন থাকার পর বাড়িতে আসি আমি। তখন আমার ছেলে আব্দুল্লাহ আবার আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বারবার আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।
এলাকাবাসী জানান, ছেলে তার বাবাকে বটি দিয়া আহত করার পর দ্বিতীয় বার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িঘর ভাংচুর করছে, ছেলে আব্দুল্লাহ বলেন প্রয়োজনে বাবাকে মেরে ফেলবো তবুও বাড়িতে কোনো জায়গা হবে না। জায়গা জমি সব কিছু বিক্রি করে দেবো আমি।
আহত শহীদ মিয়া চিকিৎসার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির কারণে ভৈরব থানায় কোনো অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ