সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুমিল্লা, দেশজুড়ে, নারী ও শিশু, বড়লেখা, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মৌলভীবাজার, র্যাব, সিলেট
বড়লেখায় চাঞ্চল্যকর পিতা হত্যা মামলায় পুত্র নোমান গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানান;’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং-১৫/১৫০, তারিখ-২৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’।
গ্রেফতারকৃত আসামি নোমান হোসেন (২৭),পিতা- মৃত মামুন মিয়া,সাং- পূর্ব হাতলিয়া (কলাজুড়া), থানা- বড়লেখা,জেলা- মৌলভীবাজার।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,’গত ২৪ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০:০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ