সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
- আপডেট সময়- ০৪:৫৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানী ঢাকার নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে বিজ্ঞ আদালতে হাজির করে এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে সুবিবেচনা জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে ৮ দিন রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ