শ্রীনগরে আগ্নেয়াস্ত্রসহ বিকাশ গ্রুপের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

- আপডেট সময়- ০৫:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া নামক এলাকা থেকে বিকাশ গ্রুপের ৩ সদস্যকে অত্যাধুনিক অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৮ নভেম্বর) ভোরের দিকে এ তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম।
এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে একটি ওয়ান শুটার গান এবং দেশীয় এলজি পিস্তল উদ্ধার করে পুলিশ।
বিকাশ চক্রের এই ৩ সদস্য শ্রীনগরের বাঘড়া এলাকার আলোচিত ভয়ংকর সন্ত্রাসী বিকাশ গ্রুপের সদস্য।
তাদের বিরুদ্ধে এলাকায় হত্যাকাণ্ড, রাহাজানি ও জমি দখলসহ নানান অপকর্মে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুমউদ্দিন চৌধুরী জানান, মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ চক্রের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিকাশ গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মে কথা স্বীকার করে পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ