গাইবান্ধার বন্যায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় কৃষি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ

- আপডেট সময়- ০৫:১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।।
চরাঞ্চলের ভুট্টা, মরিচ, ধান গাইবান্ধার প্রাণ। কৃষকের উৎপাদিত সেই কৃষি পণ্য বাহনে চরম দুর্ভোগে কৃষকরা ।
গত বর্ষা মৌসুমে বন্যায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় কৃষি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে। সরেজমিনে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও চন্ডীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকার ব্রীজটি বর্ষা মৌসুমে বন্যার পানির স্রোতে ভেঙ্গে যায় । এই ব্রীজের উপর দিয়ে কাপাসিয়া ইউনিয়নের অষ্টমীর চর, কাজিয়ায় চর, সিংগীজানী , চর কাপাসিয়া সহ লালচামার গ্রামের ১০হাজার ও চন্ডীপুর ইউনিয়নের ১,৩,ও ৫ নং ওয়ার্ডের ১১/১২ হাজার । দুই ইউনিয়নের মোট ২২/২৩ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এই ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলশ্রুতি কৃষিপণ্য পরিবাহনে বিপাকে পড়েছে হাজারো কৃষক।
চন্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করলেও যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।
কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে- ভুট্টা, মরিচ, ধান, তোষাপাঠ, বাদাম, গম, সরিষা, পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য চাষাবাদ হলেও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়েছে । আগামী বর্ষার আগে স্থায়ীভাবে ব্রীজ নির্মাণ না করা হলে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দুর্বিসহ হয়ে উঠবে।
স্বাভাবিক ভাবে চলাচল ও কৃষি পণ্য বাজারজাত করণে ব্রীজ টি দ্রুত নির্মাণ করার দাবি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে চন্ডীপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম জানান, স্থায়ী ব্রীজ নির্মাণের জন্য কতৃপক্ষের নিকট আবেদন প্রেরণ করা হয়েছে।