সর্বশেষ:-
রাজনগরে বিএনপি’র জনসভা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের রাজনগরে জনসভা করেছে বিএনপি। রাজনগর উপজেলা বিএনপির উদ্যাগে শনিবার (২৬শে অক্টাবর) বিকেলে রাজনগর সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম বকুলের ও দপ্তর সম্পাদক রুপক দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি আশিক মোশারফ, হলু মিয়া, জামি আহমদ, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম সেলুন, রাজনগর উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চোধুরী প্রমুখ।
এম নাসর রহমান এসময় বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ বিরোধীদলের উপর মামলা, হামলা, নির্যাতনের মাধ্যেম দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। বেপরোয়া হয়ে জনগণকে নিজদের শত্রু হিসেবে মন করেছে। কয়েক হাজার মানুষ হত্যা করেছে । তিনি আরও বলেন, আওয়ামী লীগর নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয় গেছে। পালিয়ে কেউ পার পাবে না। সবার বিচার হবে। তারা বিএনপিকে ভয় পায় বলেই এত নির্যাতন করেছে। পালিয়ে তারা বাঁচতে পারবে না। তাদের বিচার করতে হবে। স্বৈরাচার হাসিনা বিদেশ বসে ষড়যন্ত্র করছে । সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদর ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ