সর্বশেষ:-
টংঙ্গীবাড়ীতে ভারী বর্ষণে তলিয়ে গেছে প্রধান প্রধান সড়ক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
টানা ভারি বর্ষনে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার প্রধান প্রধান অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। টংঙ্গীবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্র টংঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন ভবনের সামনে একটু বৃষ্টিতে জলবন্ধতা দেখা দেয়।টানা বর্ষণে ওই এলাকায় এখনো থৈ থৈ করছে পানি।এছাড়া উপজেলার বেতকা বাজারে যাওয়ার প্রধান সড়কে হাটু পানী জমে আছে।বাজারের পশ্চিম পাশের সকল জমি ভরাট করে আবাসিক প্রকল্প তৈরি কারয় ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পরেছে ওই এলাকার দুই ইউনিয়নের মানুষ।সরজমিনে গিয়ে দেখা যায় বাজারে যাওয়ার প্রধান সড়কে প্রায় হাটু পানি জমে আছে।সড়কের পাশের দোকানগুলোতে একটু ঢেউয়ে ঢুকে যাচ্ছে পানি।এতে ওই এলাকার ব্যবসায়ীরা চরম বিপাকে পরেছেন।ভুক্তভোগীরা জানান বাজারের চারপাশের সকল জমি অপরিকল্পিতভাবে ভরাট করে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে।পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রাখায় ভোগান্তীতে পরেছে স্থানীয় জনগন।ওই পথে যাতায়াতকারী আব্দুল জাব্বার দেওয়ান বলেন, রাস্তার পাশের প্রভাবশালীর জমি ভরাট করে বড় বড় ভবন বানাইছে।যে যার মতো করে ভবন নির্মাণ করাছে পানি নিস্কাশণের কোন বব্যস্থা রাখে নাই। তাই সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। আমাদের পড়তে হয় ভোগন্তিতে।বাজারের মুদি দোকানদার মতিউর রহমান জানান অতিরিক্ত বৃষ্টির কারনে রাস্তাটি ডুবে গেছে।আমাদের মার্কেটের পিছনে কতগুলো ভবন নির্মান করা হইছে পানি নামার কোন ব্যবস্থা রাখে নাই।উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের দাবী আমদের এখানে যেন পানি নামার জন্য একটা ড্রেনেজ বব্যস্থা করে দেন।স্বর্নের দোকানদার শরিফ শিকদার জানান, আমার দোকানে মহিলা কাস্টমার বেশী।একটু বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে যায়।তখন কোন কাস্টমার দোকানে আসেনা।ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের বাজারের প্রধান সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা করে দেন।রিক্সাচালক মোসলেম শেখ জানান,পানির কারনে আমাদের রিক্সা নিয়ে বাজারে ঢোকতে অনেক কষ্ট হয় দ্রুত পানি নামার ব্যবস্থা হলে আমাদের ভোগান্তি কমবে।বাজার কমিটির সভাপতি ইউসুফ আলী শিকদার জানান বেতকা বাজারের ভিতরে ড্রেনের কাজ চলমান আছে রাস্তার পূর্ব পাশে দিয়ে জায়গা না পাওয়ায় ড্রেনের কাজ করতে পারছি না।বেতকা ইউনিয় পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদার জানান বেতকা বাজারে ড্রেনের কাজ চলতেছে আমার পরবর্তীতে উপজেলা প্রশাসনরে সাথে আলোচনা করে রাস্তার পূর্ব পাস দিয়ে ড্রেনেজ ব্যবস্থা কাজ করবো।