আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি(স.)
- আপডেট সময়- ০৪:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
দেশের আকাশে গতকাল বুধবার(৫ সেপ্টেম্বর) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, গতকাল সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।
প্রসঙ্গ,আরবি ‘ঈদে মিলাদুন্নবি’র শাব্দিক অর্থ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের আনন্দোৎসব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন ও ওফাত দিবস একই দিনে বলে কথিত আছে। এ বিষয়ে মতভেদ থাকলেও প্রতি বছর ১২ রবিউল আউয়ালকে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করেন মুসলিম বিশ্বের বহুদেশ।
ঐতিহাসিকদের মধ্যে অনেকের মতে তার জন্মদিন হলো ১২ রবিউল আউয়াল। আবার অনেকের মতে, ৯ রবিউল আউয়াল। বর্তমান বিশ্বে সবার কাছে সমাদৃত, সহিহ হাদিস নির্ভর শুদ্ধতম সিরাতগ্রন্থ হলো ‘আর-রাহিক আল-মাখতুম’-এ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস সম্পর্কে বলা হয়েছে, তিনি ৫৭১ খ্রিষ্টাব্দে ২০ এপ্রিল মোতাবেক ৯ রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন। এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মুহাম্মদ সুলাইমান আল-মানসুর ও মিশরের প্রখ্যাত জোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা।
মহানবী হজরত মুহম্মদ (স.) মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করে। এ দিনে সংবাদপত্রসমূহে ছুটি পালিত হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ