১২ সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলেন যারা
- আপডেট সময়- ১২:২১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। পৃথক এক প্রজ্ঞাপনে তাদের জায়গায় নতুন প্রশাসক কে দায়িত্ব দিয়েছে সরকার। তারাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন সহ দেখভাল করবেন সিটি কর্পোরেশন।
দায়িত্বপ্রাপ্তরা হলেন:-
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন , খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন , ঢাকা বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ