ধামরাইয়ে পুলিশ সদস্যের বস্তুাবন্দী লাশ উদ্ধার
- আপডেট সময়- ০৭:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি।।
ঢাকার অদূরে ধামরাইয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজ বাড়ির সামনের ডোবা থেকে কামরুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে ধামরাই পুলিশ।
জানা গেছে, নিহত ওই পুলিশ সদস্য কামরুল হাসান এপিবিএন- ১ ঢাকায় কর্মরত ছিলেন।
এই ঘটনার সাথে জড়িত নিহত পুলিশ সদস্যের স্ত্রী নারগিস আক্তারকে আটক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাসিরউদ্দিন।
নিহত পুলিশ সদস্য কামরুল হাসান উপজেলার সোমভাগ ইউনিয়নের কংসপট্রি এলাকার রোস্তম আলীর ছেলে।
প্রসঙ্গ উল্লেখ যে, গত বছরের মাঝামাঝি পারিবারিক সিদ্ধান্তেই কামরুল হাসানের পাশের ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের লাবু মিয়ার মেয়ে নারগিস আক্তার (২২) কে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই কামরুল ও নারগিসের মধ্যে বিভিন্ন কারণে সন্দেহের ডানা বাঁধতে থাকে। এতে করে উভয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তবে নারগিসের সাথে তার ফুপাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা প্রাথমিকভাবে জানা গেছে।
এই পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সাথে নারগিস ও তার প্রেমিক ফুপাত ভাই জড়িত বলে স্থানীয়দের ধারণা।
এলাকাবাসী তথ্যে বলছে, পারিবারিক কলহ নয় একমাত্র প্রেম সংঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের স্ত্রীর সহযোগিতায় এই লোমহর্ষক খূনের ঘটনা ঘটেছে বলে অনেকে ধারনা করছে।
এদিকে নিহত কামরুল হাসানের স্ত্রী নারগিস আক্তার জানালেন, মুখে মাস্ক পরিহীত অজ্ঞাতনাম দুইজন কামরুলকে খুন করেছে। এই কথা প্রকাশ করলে তারা আমার পরিবার ও শশুর বাড়ির বড় ধরনের ক্ষতি করবে বলেও হুমকি দেয়। ঘটনার পুরোটা জানলেও নারগিস আক্তার তার শশুর বাড়ির কাউকে কিছু না বলে নিরব থাকেন।এ ঘটনার পর থেকে নিহত কামরুল হাসানের পিতা রোস্তম আলী বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
নিহতের লাশ বস্তাবন্দি করে বাড়ির সামনের ডোবাতে ফেলে দিলে দুই দিন পর শুক্রবার (১৬ আগস্ট) সকালে নিহত পুলিশ সদস্য কামরুল হাসানের বস্তাবন্দি লাশ ভেসে ওঠে। তবে স্ত্রীর ইশারাতে এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাসির বলেন, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত নিহতের স্ত্রী নারগিস আক্তারকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ