সর্বশেষঃ
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আইন-আদালত, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ, রাজনীতি
গণহত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিল-অবস্থান কর্মসূচি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে গণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে লৌহজং উপজেলা বিএনপি।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি মাঠ থেকে একটি গণমিছিল বের হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়দৌর বাজার এলাকার পুরাতন থানা মাঠে এসে শেষ হয়।পরে সেখানে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব অপু চাকলাদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব আলী ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক মোক্তার খান,সদস্য সচিব পাভেল মোল্লা, বিএনপি নেতা শাহ কামাল ঢালী,মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম,সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম,শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যার লিপ্ত ছিল।তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ