সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
- আপডেট সময়- ০৫:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি, রূপগঞ্জ।।
আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জের এমপি এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত জানা যায়নি।
শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আওয়ামী শেখ হাসিনার সঙ্গে গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সম্প্রতি এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পার নামও রয়েছে।
এ ঘটনায় পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপন করে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জের) আসনের টানা চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত বীর প্রতিক গোলাম দস্তগীর গাজী। তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এছাড়া বাংলাদেশের শীর্ষ করদাতা হিসেবেও পুরস্কৃত হয়েছেন তিনি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ