সর্বশেষ:-
কুলাউড়ায় নিখোঁজের একদিন পর মিললো বৃদ্ধের লাশ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া (৭০) নিখোঁজের একদিন পর তার লাশ পাওয়া গেছে। তিনি গতকাল রোববার (৭ জুলাই) সকালে নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে বাড়ির পাশে জমির পানিতে তার লাশ দেখতে পান স্বজনরা।
এদিকে সোহাগ মিয়ার মৃতদেহ উদ্ধার করার সময় উনার ভাতিজি জামাই সুলতান মিয়া (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুক্তাদির মনু জানান, রোববার সকাল থেকে বৃদ্ধ সোহাগ মিয়া নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সোমবার বাড়ির পাশে তার মৃত দেহ পাওয়া গেছে। বিদ্যুৎতের খুঁটির টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ