বালিয়াকান্দির নবাগত ইউএনও কাবেরী রায়ের যোগদান
- আপডেট সময়- ০৪:০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
নবাগত ইউএনও কাবেরী রায়
প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে দেশ জনগণের সেবা দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান
রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যোগদান করেছেন কাবেরী রায়।
রোববার (২ জুন) সকালে তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতর ইউএনও হিসেবে যোগদান করেছেন।
নবাগত ইউএনও কাবেরী রায় কর্মজীবনে বেশ কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন।এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা সহ কয়েকটি জেলাতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তিনি বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
গত ৭ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বদলি আদেশে তাকে বালিয়াকান্দি উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তার জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
কাবেরী রায় প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে দেশ জনগণের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান ।এজন্য বালিয়াকান্দি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১১ জানুয়ারি, ২০২৩ তারিখে বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রফিকুল ইসলাম যোগদান করেন। দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ইউএনও রফিকুল ইসলামকে পদায়ন করে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।তার স্থানেই স্থলাভিষিক্ত হন কাবেরী রায়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ