সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আড়াঁইহাজার, জাতীয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, ফতুল্লা, বিনোদন, রূপগঞ্জ, শিক্ষা ও সাহিত্য, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ
না’গঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপী পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৫৬৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
ইতিহাস ঐতিহ্যের লীলা ভূমি প্রাচ্যের ডান্ডি খ্যাত প্রাচীন শহর, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য কৃষ্টি কালচারের সঙ্গে নারায়ণগঞ্জের মানুষকে পরিচয় করিয়ে দিতে এই প্রথম জেলা শিল্পকলা একাডেমি ৩ দিনব্যাপী অনাড়ম্বর ও জমজমাট আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব’।
আয়োজকরা জানান, আগামী ১৯ শে জানুয়ারি (শুক্রবার)২০২৪ ইং হতে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিরতিহীন ভাবে চলবে এ উৎসব। ৩ দিনের এই পিঠা উৎসব মেলায় গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীক বাহারি রকমারি পিঠার মেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে এ মেলা চত্বরে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বাংলার নানান রকমারি পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় সহ লোকসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করছে জেলা শিল্পকলা একাডেমি। এ মেলায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নারী-পুরুষ উদ্দোক্তাদের নিদৃিষ্ট সংখ্যক স্টল বরাদ্দ চলছে বলে জানান আয়োজকরা।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার তত্ত্বাবধায়নে পরিচালিত পিঠা মেলাকে আকর্ষনীয় বর্নিল রঙে রঙ্গিন করে সাজানো হবে, পিঠা উৎসব উদ্ভোদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদুল হক সহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবী,নারী উদ্দ্যোক্তা সহ আরো অনেকে। মেলায় সকলে আমন্ত্রিত।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ