সর্বশেষঃ
ভাঙ্গায় ভূমি-গৃহহীন ১৬৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার ঘর: ইউএনও
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমির দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছেন ১৬৪টি ভূমিহীন পরিবার। দূর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সন্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যায় হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন এ তথ্য জানান।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুর্নবাসনের নিমিত্তে চতুর্থ পর্যায়ে উপকার ভোগিদের অনুকুলে গৃহ হস্তান্তর ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভাঙ্গা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, ডা. মো. আমিনুল ইসলাম, সোহেলি আক্তার প্রমুখ।
প্রেস বিফিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, নিঃস্ব ও ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া হবে এসব ঘর। আগামী (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেয়া হবে ১৬৪টি পরিবারকে।
তিনি আরো বলেন, ২০২০সালে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষে প্রধানমন্ত্রী আশ্রুয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন।
প্রধান অতিথি (উপজেলা পরিষদের চেয়ারম্যান) তার বক্তব্যে বলেন, (৯ আগস্ট) সকাল ১০টায় আশ্রুয়ন-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য়ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমে শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ৪র্থ পর্যায়ে উপজেলার মোট তিনটি স্থানে ণির্মিত মোট ১৬৪টি গৃহ সংশ্লিষ্ট উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।আর এর মধ্যে দিয়েই ভাঙ্গা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, এ পর্যন্ত ভাঙ্গায় প্রথম পর্যায়ে ২৫০টি, ২য় পর্যায়ে ১৩৯টি, ৩য় পর্যায়ে ৩৮৩টি এবং ৪র্থ পর্যায়ে ২৬৪টিসহ মোট ১০৩৬টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে হস্তান্তর করা হয়েছে।
আশ্রুয়ন-২ প্রকল্পের আওতায় চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী, ঘারুয়া ইউনিয়নের দক্ষিন গঙ্গাধরদী এবং হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ আশ্রুয়ন প্রকল্পে ১৬৪টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর তুলে দেওয়া হবে।
উক্ত প্রেস বিফিং অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, আলহাজ্ব সাইফুল্লাহ শামীম, মো. শাহাদাত হোসেন প্রমুখ।